chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মুশফিকসহ বিশ্বকাপের ৪ ক্রিকেটার খেলবেন এইচপি-‘এ’ দলের ম্যাচ

খেলা ডেস্ক: আগামী মাসে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুতির অংশ হিসেবে বিশ্বকাপ স্কোয়াডের ৪ জন খেলোয়াড় ‘এ’ দল আর এইচপির মধ্যে যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে, তার দুটি ম্যাচে খেলবেন। ওই ৪ ক্রিকেটারের মধ্যে রয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘মুশফিকুর রহিম ছাড়াও আমিনুল ইসলাম বিপ্লব, শামীম পাটোয়ারী এবং সৌম্য সরকার দুটি করে ম্যাচ খেলবেন।’

প্রসঙ্গতঃ আমিনুল ইসলাম বিপ্লব বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের দলের সদস্য নন। তাকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে এবং মূল দলের সঙ্গে ওমান সফর করবেন তিনি।

আগে শোনা যাচ্ছিল মুশফিকের একার কথা। এখন শামীম পাটোয়ারী আর আমিনুল ইসলাম বিপ্লব কিভাবে যুক্ত হলেন? তার ব্যাখ্যাও দিয়েছেন বাশার।

তিনি জানিয়েছেন, ‘মুশফিকুর রহিম খেলছে। আর আমিনুল ইসলাম বিপ্লব শামীম পাটোয়ারী – ওরা দু’জন আমাদের এইচপি প্লেয়ার। তো ওরা এইচপি টিমে জয়েন করেছে। ওদের সাথে আমাদের এমন কথা হয়েছিল। ওরা যখন জাতীয় দলে খেলবে না তখন এইচপি দলে খেলবে। সৌম্য সরকার হয়তো জয়েন করবে। এখন পর্যন্ত চারজনই জানি।’

তবে বাশারের কথা শুনে মনে হলো, ‘এই সংখ্যাটা চার থেকে বাড়তেও পারে। জাতীয় দলের কোনো ক্রিকেটার যদি মনে করে তার একটু অনুশীলন করা দরকার, তারা করতে পারে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর