chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাকলিয়ায় স্ত্রীর সাথে ঝগড়ার জেরে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় স্ত্রীর সাথে ঝগড়ার জের ধরে আত্মহত্যা করেছে স্বামী।

আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় কালামিয়া বাজারের নেজাম কলোনির নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি।

নিহতের নাম নয়ন নাথ (২২)। তিনি পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার অনিক নাথের ছেলে। তিনি লালদীঘির পাড়ের একটি হোমিও ফার্মেসিতে চাকরি করতেন বলে জানা গেছে।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, স্ত্রীর সাথে ঝগড়া করে নিজ বাসায় ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে স্বামী নয়ন নাথ।

পরিবারের লোকজন ঘটনাটি দেখতে পেয়ে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে। অবস্থা গুরুতর হলে দুপুর পৌনে ২টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর