chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আনোয়ারায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক : আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করেছে।

আনোয়ারা থানা পুলিশ সূত্রে জানা যায়, ওসি এস এম দিদারুল ইসলাম সিকদারের তত্ত্ববধানে শনিবার রাতে আসামী গ্রেফতারে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ১জন ও নিয়মিত মামলার ২জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পরোয়ানাভুক্ত মধ্যম গহিরা এলাকার সফিউল আলমের ছেলে শেখ সাদি এবং নিয়মিত মামলায় পরৈকোড়া কৈয়খাইন গ্রামের আব্দুল মালেকের ছেলে মুহাম্মদ সেলিম (২৮)। অপরজন হলেন তৈলারদ্বীপ সরকার হাট এলাকার হাসমত আলীর ছেলে শওকত আলী।

আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর জানান, পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর