chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাইসুল এর প্রথম মৌলিক একক ‘তোমায় দিলাম’ (ভিডিও সহ)

সম্প্রতি দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ মিউজিক চ্যানেল থেকে ১৮ই ২০২১আগস্ট মুক্তি পেয়েছে “আর মিউজিকবক্স” এর পরিচালনায় ‘তোমায় দিলাম’ গানের মিউজিক ভিডিওটি।

গানের শিরোনাম ‘তোমায় দিলাম’।জনপ্রিয় সুরকার, গীতিকার ও গায়ক আহমেদ রাজীবের কথা, সুর ও সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন তরুণ গায়ক রাইসুল। 

এ প্রসঙ্গে রাইসুল চট্টলার খবর’কে বলেন, ‘গানের কথা ও সুর অসাধারণ। গানের কথার সাথে মিল রেখে দারুণ একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। আশা করি, আমার নতুন গানটি সবার ভালো লাগবে।

গানটি ইতিমধ্যেই রুচিসম্পন্ন শ্রোতা মহলে বেশ সাড়া জাগিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমার দ্বিতীয় গানটি “হারিয়ে গেছো” মিউজিক ভিডিওর কার্যক্রম শেষ করেছি। এটি এই মাসের শেষের দিকে জি- সিরিজ মিউজিক চ্যানেল থেকে রিলিজ হবে ।

তিনি আরোও বলেন, মানুষের ভালোবাসার কারণে তার মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যা সামনের দিকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জোগাবে । আরও দুটি গানের কাজ শেষ পর্যায়ে, যেগুলো পর্যায়ক্রমে প্রকাশ পাবে।

এই বিভাগের আরও খবর