কর্ণফুলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ৩২ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর মেম্বার বাড়ি থেকে সাজেদা আক্তার (৩২) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ। তিনি বলেন, শনিবার দুপুর ২ টার সময় স্থানীয়রা থানায় একটি আত্মহত্যার খবর দিলে চরলক্ষ্যা ৪নং ওয়ার্ডে গিয়ে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশের টিম।
ওসি ধারণা করছেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূটি আত্মহত্যা করতে পারেন। এরপরও ঘটনার আসল কারণ অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।
আরএস/এমআই