কুতুবদিয়ায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশুর
নিজস্ব প্রতিবেদক: কুতুবদিয়ায় পুকুরে পড়ে প্রাণ হারিয়েছে তিন বছর বয়সী এক শিশু। আজ শনিবার সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. আরমান। সে ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আজ সকাল ১১টায় শিশু মো. আরমান সবার অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসরিন সুলতানা শিশু আরমানকে মৃত ঘোষণা করেন।
এমআই/চখ