চেক প্রতারণা মামলায় হাটহাজারীতে ২ আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: চেক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার শিকারপুর ইউনিয়ন মজুরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার শিকারপুর ইউনিয়ন মজুরিপাড়া এলাকার বাসিন্দা হাছি মিয়ার ছেলে মো. নাছের ও একই এলাকার মৃত বজল আহমেদের ছেলে মো. জসিম।
গ্রেফতার দুজনের মধ্যে নাছেরের বিরুদ্ধে ৩টি ও জসিমের বিরুদ্ধে একটি চেক প্রতারণা মামলা রয়েছে বলে জানান মদুনঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. সোহরাওয়ার্দি। তিনি বলেন, গ্রেফতার দুজনই ওয়ারেন্টভুক্ত আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে দুজনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আরএস/এমআই