chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা: দেশে ২৪ ঘণ্টায় ২৫ মৃত্যু, শনাক্ত ৮১৮

ডেস্ক নিউজ: দেশে গত কয়েক সপ্তাহে ধীরে ধীরে কমেছে করোনার ভয়াবহতা। গত ২৪ ঘণ্টায় ২৫ জন মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। ফলে সারাদেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৯৩ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮১৮ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনে।

আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন।

এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ১৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, খুলনা বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ২ জন এবং রংপুর বিভাগের ২ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর