chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জিয়াউল হক মাইজভান্ডারীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টলার ডেস্ক: বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) কেবলা কাবার ৩৩তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি হারুয়ালছড়ি শাখা পাটিয়ালছড়ি শোকর এ মওলা মঞ্জিলে অনুষ্ঠিত হয়। মহান ২৬ আশ্বিন এই ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী। এস এম নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন জয়নুল আবেদীন তাওরাত।

সভাপতি শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী বলেন, মওলা হুজুর মাইজভান্ডারী (মঃজিঃআঃ)’র অমিয় বাণী ওরশ শরীফে আসা যাওয়ার মাধ্যমে মানুষের আর্জি বা ফরিয়াদ মুনিবের দরবারে কবুল হয়ে যায়। ওরশ শরীফে আসা যাওয়া হচ্ছে শিক্ষা সফরে শামিল হওয়া। সেই শিক্ষা সফরকে যথাযথ মূল্যায়ন করে দুনিয়াবি এবং আখিরাতের সকল কল্যাণ যাতে নিহিত হয় সেই প্রচেষ্ঠায় আমাদের সে চেষ্টায় থাকতে হবে।

এসময় ‘রিসালাতুন নাজাত’ গ্রন্থ থেকে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) কেবলা কাবার সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন সৈয়দ মো. গোফরান উদ্দীন ফরহাদ।

আলোচনায় আরও অংশগ্রহণ করেন দপ্তর সম্পাদক সৈয়দ শফিউল আজিম সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাস-আল-খাইমা শাখার সভাপতি মুহাম্মদ ওমর ফারুক ও কাতার শাখার সহসভাপতি মুহাম্মদ কামাল উদ্দীন।
হুমায়ুন রশিদ ফয়সাল ও রুহুল আমিন সাগরের পরিচালনায় জিকিরে সেমা এবং সভাপতির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আরকে/চখ

এই বিভাগের আরও খবর