chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ধানখেতে দড়ি প্যাঁচানো কিশোরের মরদেহ

নিজস্ব প্রতিবেদক: গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ধানখেত থেকে মো. শাকিল (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় কর্ণফুলীর চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি ধানখেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

শাকিলের গ্রামের বাড়ি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে। সে মো. নাজিমের ছেলে।

কর্ণফুলীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি চট্টলার খবরকে বলেন, উদ্ধারের সময় গলায় দড়ি প্যাঁচানো ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শ্বাসরোধে হত্যার পর এখানে মরদেহ ফেলে রাখা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরকে/এমআই