ফৌজদারহাটে ৮ লাখ টাকার অবৈধ কাঠ বোঝাই ট্রাক জব্দ
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠবোঝাই একটি কাভার্টভ্যান জব্দ করেছে বন বিভাগ। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পাচারকালে সীতাকুণ্ড ফৌজদারহাট ফরেস্ট চেক স্টেশন অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফৌজদার হাট স্টেশন কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য ৮ লক্ষাধিক টাকা।
ফৌজদারহাট ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাহানশাহ নওশাদ বলেন, কাভার্টভ্যানে অবৈধ কাঠ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহাসড়কের ফৌজদার হাট স্টেশন এলাকায় একটি কাভার্টভ্যান আটক করে তল্লাশি চালানো হয়।
এসময় ওই কাভার্টভ্যানের ভেতর থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের সেগুন ও গামার গোল কাঠসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। জব্দ করা কাঠ ও কাভার্ডভ্যান ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে বন মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে বন কর্মকর্তা জানিয়েছেন।
এসএএস/জেএইচ/চখ