chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় অযু করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতকানিয়ার ঢেমশায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এক শিশুর লাশ। নিহত আজমীর ইসলাম তাইহান (৮) স্থানীয় তামিরুল উম্মাহ মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র। তাইহান ওই এলাকার সরোয়ার কামালের ছেলে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের উত্তর রামপুর বদ্দার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মো. ফরিদুল ইসলাম জানান, সরোয়ার কামালের ছেলে প্রতিদিনের মত আছরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাইহানকে খুঁজতে থাকে। একপর্যায়ে বদ্দার পুকুর ঘাটে তার জুতা দেখতে পেয়ে লোকজন পানিতে খুঁজতে থাকেন।

রাত সাড়ে আটটার দিকে পুকুর থেকে তাইহানের লাশ উদ্ধার করা হয়। প্রায় সময় তাইহান নামাজের জন্য ওই পুকুরে অজু করতে যেত। এলাকাবাসীর ধারণা, খেলাধুলা শেষে মাগরিবের আগে কোন এক সময় হয়তো নামাজের জন্য পুকুরে অযু করতে নামলে পা পিছলে পড়ে পানিতে ডুবে যায়। এই সময় পুকুর ঘাটে কেউ না থাকায় হয়তো দেখতে পায়নি। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর