chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে দেয়াল ধস, কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : হাটহাজারীতে দেয়াল ধসে মুহাম্মদ শাকিল সবুজ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার কড়িয়ার দিঘিরপাড় এলাকার আমিনুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন নজরুল ইসলাম (২৩) ও মুহাম্মদ জালাল (১৭) নামে আরও দুজন। আহতদের মধ্যে নজরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত শাকিল সবুজ ওই বাড়ির রমজান আলির ছেলে। তিনি হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বায়তুশ শুক্কুর জামে মসজিদের দক্ষিণ পাশে আমিনুর রহমানের বাড়ি পৌঁছালে ১০-১২ বছর আগে নির্মাণ করা একটি দেয়াল ধসে তাদের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই সবুজ নিহত ও আরও দুজন আহত হন।

জানা গেছে, গুরুতর আহত নজরুলের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল রাতে। কিন্তু দুপুরেই এ দুর্ঘটনায় পুরো বাড়িতে উৎসবের পরিবর্তে কান্নার রোল চলছে।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর