chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই সদরে পরিচিত কম্পিউটার টেকনিশিয়ান একরামুল হক একরামকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।

এ সময় একরামের ইয়াবা ব্যবসায়ে সহযোগীতাকারী সাজিদ নামে অন্য এক কিশোরকেও আটক করা হয়েছে। দুজনের কাছ থেকেই ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকাল ৫টায় উপজেলার সুফিয়া রোড এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে মিরসরাই থানার উপ-পরিদর্শক নেছার ও তার সঙ্গীয় ফোর্স।

আটককৃত একরামুল হক একরাম (৩৫) মিরসরাই থানা সংলগ্ন জাহাঙ্গীর আলমের ছেলে। সাজিদের পরিচয় প্রকাশ করেনি থানা পুলিশ।

মিরসরাই থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুফিয়া রোড এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করা হয়।

তবে কি পরিমান ইয়াবা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তা জানার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করতে বলেন উপ-পরিদর্শন নেছার।

তিনি বলেন আমাদের বাধ্যবাধকতা থাকায় বিস্তারিত বলতে পারছিনা, ইয়াবা যা পাওয়া গেছে তাই দিয়ে মামলা রুজু করা হবে। তবে কি পরিমান ইয়াবা পাওয়া গেছে তা জানতে ওসি স্যারের সাথে কথা বলুন।

গ্রেফতার ও ইয়াবা উদ্ধারের বিষয়ে জানতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানের মোবাইল ফোনে বার বার কল করে না পেয়ে বিকাল সাড়ে ৫টায় থানায় গিয়েও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

জেএইচ/চখ

 

 

 

এই বিভাগের আরও খবর