chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ‘স্বপ্নচারী’র খাবার বিতরণ

চট্টলা ডেস্ক: স্কুল শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন-‘স্বপ্নচারী’র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর ডিসি হিল এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।

এসময় সংগঠনের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অদ্রিত সেনগুপ্ত, পুজন দাশ, অরিজিৎ দাশগুপ্ত, সৌরভ সরকার, প্রযুক্তা সেন পৃথা, আদিত্য দাশগুপ্ত, নওশীন তারান্নুম, কৌশিক শীল জয়, সুস্মিতা ধর, সজীব রায়, সুকর্ণ সেন, ফারদিন তাহারিম প্রমূখ।

রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, গত বছর থেকে স্বপ্নচারী’র উদ্যোগে এ মানবিক কার্যক্রম শুরু করা হয়। নিজেদের টিফিনের খরচ থেকে জমানো টাকা দিয়ে এ সংগঠন প্রতিমাসে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

ইতোপূর্বে কোভিড-১৯ মোকাবিলায় স্বপ্নচারী’র পক্ষ থেকে সুবিধাবঞ্চিত-পথচারীদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর