chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৪ নভেম্বর শুরু হচ্ছে দাখিল পরীক্ষা

ডেস্ক নিউজ: আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে দাখিল পরীক্ষা। ২১ নভেম্বর শেষ হবে এ পরীক্ষা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত সময়সূচি থেকে এ তথ্য জানা গেছে।

সূচি অনুযায়ী, নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে দাখিল পরীক্ষা। শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ে হবে এ পরীক্ষা।

শুরুর দিন অর্থাৎ ১৪ নভেম্বর কুরআন মাজিদ ও তাজভিদ, পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৮ নভেম্বর হাদিস শরিফ এবং ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল গ্রুপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড।

তারমধ্যে অন্যতম পরীক্ষার্থীদের অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে এবং পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে অবশ্যই আসন গ্রহণ করতে হবে।

জানা গেছে, এবার পরীক্ষার সময়সীমা হবে ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার দিন সকাল ৯টা ৩০ মিনিটে শিক্ষার্থীদের উত্তরপত্র এবং ওএমআর শিট বিতরণ করা হবে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর