ইপিজেডে চোলাই মদসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে ১০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ রোডের মহসিন ভবন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- অরুণ চাকমা (২৬) ও কান্তি চাকমা প্রকাশ সুমন (২৫)। আটকের তথ্য নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম।
তিনি বলেন, পাহাড় থেকে চোলাই মদ নগরীতে এনে বিক্রি করার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। ব্যারিস্টার কলেজ রোড থেকে ১০ লিটার চোলাই মদসহ হাতেনাতে দুজনকে আটক করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি কবিরুল।
আরএস/এমআই