chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ব্যক্তিগত প্রতিযোগিতায় চট্টগ্রামের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে: নওফেল

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক নেতাদের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় চট্টগ্রামের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, চট্টগ্রামে অনেক সীমাবদ্ধতা রয়েছে। রাজনৈতিক নেতারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে। ব্যক্তিগত প্রতিযোগিতা কখনো এত বেশি হয়ে যায় যার কারণে উন্নয়নও বাধাগ্রস্ত হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সম্মাননা জানাতে ক্লাবের বঙ্গবন্ধু হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চট্টগ্রামে চলা বিভিন্ন প্রকল্পের প্রসঙ্গ টেনে নওফেল বলেন, প্রতিবছর চট্টগ্রামে জলাবদ্ধতা হচ্ছে। এই প্রকল্পের কাজ যেভাবে এগোবার কথা ঠিক সেভাবে এগুচ্ছে না। এর পাশাপাশি আরও কিছু সমস্যা নিরসনের চেষ্টা চলছে। কিন্তু সমন্বয় করে কাজ করতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না।

এসময় শিক্ষা উপমন্ত্রী সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিক নেতাদের পাশাপাশি সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে কথা বলেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের জ্যেষ্ঠ সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, সহসভাপতি অনিন্দ্য টিটো প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সিইউজের যুগ্মসম্পাদক সবুর শুভ, অর্থসম্পাদক কাশেম শাহ, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, প্রচার সম্পাদক ইফতেখার ফয়সাল, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ইউনিটের প্রধান স ম ইব্রাহিম, দৈনিক পূর্বকোণ ইউনিট প্রধান মিহরাজ রায়হান, দৈনিক কর্ণফুলী ইউনিট প্রধান মুজাহিদুল ইসলাম, প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক ও দৈনিক পূর্বদেশ ইউনিট প্রধান জীবন বড়ুয়া।

অনুষ্ঠান শেষে বিকাল তিনটায় সিইউজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিইউজে সদস্যরা উপস্থিত ছিলেন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর