অনুমোদন ছাড়া খোলা স্থানে চিপস তৈরি, জরিমানা
নিজস্ব প্রতিবেদক: ঘরে খাবার খেতে না চাইলে অনেক অভিভাবকই বাইরে থেকে চিপস কিনে দিয়েই শিশুর মন খুশি রাখার চেষ্টা করে। বাচ্চাদেরও পছন্দের খাবারের তালিকায় রয়েছে চিপস।
সেই মুখরোচক খাবারটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া তৈরি করা হচ্ছে খোলা স্থানে। গোপন খবরে এমন তথ্য পেয়ে চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে গাছবাড়িয়া কলেজ গেইটের পশ্চিম পাশে পল্লী বিদ্যুৎ অফিসের নিচ তলায় পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন।
এসময় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খোলা স্থানে শিশু খাদ্য তৈরির অপরাধে জসিম উদ্দীন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া খোলা স্থানে শিশুদের চিপস তৈরি করায় ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
আরএস/এমআই