chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা: দেশে ২৪ ঘণ্টায় ২৪ মৃত্যু

ডেস্ক নিউজ: সারাদেশে করোনার ভয়াবহতা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৩৭ জনে।

এর আগে চলতি বছরের ২৭ মে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়। সে হিসেবে গত ১১৯ দিনের মধ্যে এটিই সর্বনিম্ন মৃত্যু।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১৪৪ জন মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘন্টায় সরকারি ও বেসরকারি ৮১৪টি ল্যাবরেটরিতে ২৪ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৫ লাখ ৫১ হাজার ৯৭০টি।

একই সময়ে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ২১ শতাংশ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৫৩ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭ হাজার ৭৮৯ জনে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রামের ৬ জন, খুলনায় ৩ জন, সিলেটে ৩ জন এবং রংপুর বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর