প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন আ জ ম নাছির
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর থানাধীন বিল্লাপাড়া এলাকার বাসিন্দা প্রতিবন্ধী মো. জালাল উদ্দিন বাদশাকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নগরীর গোসাইলডাঙ্গাস্থ বশির আহমেদ এন্ড কোম্পানি লিমিটেড কার্যালয়ে প্রতিবন্ধী জালাল উদ্দিনের কাছে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়।
আ জ ম নাছির বলেন, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে এই মানুষটিকে হুইল চেয়ার ছাড়াই চলাফেরা করতে হতো। তাকে একটি হুইলচেয়ার দিতে পেরে নিজের কাছেই ভাল লাগছে।
এসময় বশির আহমেদ এন্ড কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন এবং জালাল উদ্দিনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএস/এমআই