chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে সংঘবদ্ধভাবে চুরি, তিন নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নগরীর বায়েজিদে অভিযান চালিয়ে চোর চক্রের তিন নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই মালামাল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শামছুনাহার বেগম (৪০), হোসনে আরা বেগম (৩৮), রোকসানা প্রকাশ আফসানা বেগম (৪০)।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, একটি নির্মাণাধীন ভবনের স্টোর রুম থেকে নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় মালিক থানায় অভিযোগ দিলে ভবনে থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়।

পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ নারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরিকৃত নির্মাণ সামগ্রী উদ্ধার করা হয়।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর