chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইয়াবাসহ খাগড়াছড়ির এক হোটেল ম্যানেজার গ্রেফতার

চট্টলা ডেস্ক: খাগড়াছড়ির মানিকছড়িতে ইয়াবাসহ হোটেল হিলটাউনের ম্যানেজার মো. জয়নাল আবেদীনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল বুধবার রাতে  মানিকছড়ি উপজেলার বাজার এলাকার হিলটাউন হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মানিকছড়ি উপজেলার মাস্টারপাড়া এলাকার মো. চারু মিয়ার ছেলে।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহানূর আলম জানান, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকছড়ি উপজেলার বাজার এলাকার হিলটাউন হোটেল থেকে হোটেলের ম্যানেজার মো. জয়নাল আবেদীন কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর