বিষপানে এক গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় বিষপানে মর্জিনা আকতার সুবর্ণা (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
গতকাল বুধবার রাত ৯টার দিকে আদর্শগ্রাম এলাকায় নিজঘরে বিষপানে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, নিহত মর্জিনা পৌরসভার ২ নম্বর সড়ক দক্ষিণ পাহাড় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাড়ির মহিউদ্দিনের স্ত্রী। নিহত মর্জিনা ২ সন্তানের জননী।
স্বামী মহিউদ্দিন বলেন, সন্ধ্যায় একটি হাঁসের বাচ্চার বিষয় নিয়ে ঘরে আমার সাথে ঝগড়া হয়। রাগে তাকে দুটি থাপ্পর দিয়েছিলাম।পরে চা পান করতে ঘর থেকে বের হয়ে আমি দোকানে চলে গেছি। কিছুক্ষণ পরে আমার স্ত্রী মোবাইলে কল দিয়ে বলে আমি বিষ খেয়েছি। আমি দ্রুত ঘরে ফিরে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার মৃত্যু হয়।
অপরদিকে মর্জিনার ছোট ভাই মনজুরুল ইসলাম বাবু জানান, দীর্ঘদিন স্বামীর বাড়িতে আমার বড় বোনকে নির্যাতন করতো। বিষপানের খবর শুনে দ্রুত আমরা তাকে মেডিকেলে নিয়ে আসি। আমার বোনের বিচারের জন্য আইনের আশ্রয় নেব।
হাটহাজারী থানার পুলিশ পরিদর্শক রাজিব শর্মা বলেন, বিষপানে গৃহবধূ নিহতের খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কেউ এখনো অভিযোগ করেনি।অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
জেএইচ/চখ