chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে জাহাজে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী নদীতে একটি ছোট জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৩ জন।

বুধবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকায় জাহাজে মেরামত কাজ (ওয়েল্ডিং) করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জুনায়েদ (৩২)।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান। তিনি বলেন, কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে চর পাথরঘাটা এলাকায় একটি তেলবাহী ছোট জাহাজ নোঙর করে সেটিতে মেরামত কাজ করা হচ্ছিল। জাহাজের ইঞ্জিন রুমে ওয়েল্ডিং-এর কাজ করার সময় সেখানে গ্যাস সিল্ডিারের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জুনায়েদ নামের একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এতে অন্তত আরও তিন জন আহত হয়েছেন বলে। এদিকে বিস্ফোরণের পর নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করতে গিয়ে সাদ্দাম নামের অপর এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর