chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওয়াসার মোড়ে গাড়ির চাকা বিস্ফোরণ, ওয়ার্কশপ মালিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম ওয়াসায় হাওয়া দেয়ার সময় গাড়ির চাকা বিস্ফোরিত হয়ে ভলকানাইজিং দোকানের মালিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর ওয়াসা মোড়ের আজমির ভলকানাইজিং নামের দোকানে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ বেলাল হোসেন। তার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার বাইকাগাঁও গ্রামে।

চকবাজার থানার ওসি মোহাম্মদ ফেরদৌস জাহান বলেন, ওয়াসা মোড়ে হঠাৎ বিকট শব্দে কিছু একটা বিস্ফোরিত হয়। মানুষ আতংকিত হয়ে ছোটাছুটি করতে থাকে। পরে আশপাশের পুলিশ গিয়ে দেখে, দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় পরে আছেন ওই ব্যক্তি। বিস্ফোরিত চাকার নানা অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে।
ওসি জানান, ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর