চট্টগ্রাম চিড়িয়াখানায় চিতা বিড়ালের ঘরে নতুন অতিথি
নিজস্ব প্রতিবেদক: বিরল প্রজাতির সাদা বাঘের পর চট্টগ্রাম চিড়িয়াখানায় এবার চিতা বিড়াল তিনটি বাচ্চার জন্ম দিয়েছে। যা চিড়িয়াখানা কর্তৃপক্ষের জন্য নতুন অভিজ্ঞতা।
গত সোমবার (২০ সেপ্টেম্বর) চিতা বিড়াল বাচ্চা প্রসব করে। ফেসবুকে জন্ম নেওয়া চিতা বিড়াল নিয়ে পোস্ট করেছেন চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। তিনি জানান, Leopard cat (Prionailurus bengalensis) বা চিতা বিড়াল এর ঘরে জন্ম নেয় তিনটা নতুন অতিথি। যা চিটাগাং জু এর জন্য নতুন অভিজ্ঞতা। লিওপার্ড ক্যাটের ক্যাপটিভ ব্রিডিং খুবই বিরল একটি ঘটনা।
সচরাচর তারা ক্যাপটিভ অবস্থায় বাচ্চা দিতে দেখা যায় না। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে হাঙ্গেরির ডেভরিসেন জু তে ক্যাপটিভ কন্ডিশনে একটি পুরুষ বাচ্চা জন্ম নেয়। এছাড়াও পাটনা জু তে ক্যাপটিভ ব্রিডিং এর রেকর্ড আছে। বাংলাদেশের মধ্যে ক্যাপটিভ অবস্থায় চিতা বিড়াল চিটাগাং জু তে প্রথম হয়েছে। এখন পর্যন্ত বাচ্চাগুলো সুস্থ অবস্থায় তার মায়ের কাছে আছে। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানা আরও অবদান রাখবে।
এর আগে ২৬ আগস্ট টিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘ শুভ্রার ঘর আলোকিত করে জন্ম নিয়েছিল মেয়ে শাবক।
আরকে/এমআই