বিদ্যুৎস্পৃষ্টে চুয়েট নিরাপত্তা রক্ষীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে। ওই কর্মচারীর নাম নারায়ণ কর (৫০)। তিনি শেখ রাসেল হলের গার্ড (দারোয়ান) হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতের ডিউটি শেষ করে আজ সকালে তিনি চুয়েটের সীমানা ঘেঁষা নিজের সবজি বাগানে যান। সেখানে সবজি তুলতে গিয়ে ভুলে বিদ্যুৎতের তারে হাত দিয়ে দেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বুধবার (২২সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চুয়েট ক্যাম্পাসের বাইরে এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফারুকুজ্জামান। তিনি বলেন, মৃত নারায়ণের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকায়। তিনি চুয়েটের শেখ রাসেল হলের গার্ড (দারোয়ান) হিসেবে কর্মরত ছিলেন।গতরাতে হলে ডিউটি ছিল নারায়ণের। ডিউটি শেষে সকালে সবজি তুলতে যায় নারায়ণ। এসময় বিদ্যুতের খুঁটির সাথে সংযুক্ত একটি তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
এসএএস/জেএইচ/চখ