রিয়াজউদ্দিন বাজারের হোটেল সাফিনায় আগুন
এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে হোটেল আবাসিক হোটেল সাফিনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৮টি গাড়ি চেষ্টা চালিয়ে রাত সোয়া ৩ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, সাফিনা হোটেলের ৮ম তলায় রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ৮টি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করা সম্ভব হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।
এসএএস/জেএইচ/চখ