chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউটিউবে সরাসরি দেখা যাবে শাবনূরকে

ডেস্ক নিউজ: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। সম্প্রতি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি। সেই ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখা দেবেন শাবনূর। ভক্তদের সঙ্গে আড্ডায় বলবেন অনেক কথা। আগামী ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় সিডনি থেকে লাইভে হাজির হবেন তিনি।

বিষয়টি নিয়ে এই নায়িকা বলেন, ‘অনেকেই আমাকে লাইভে আসতে বলেন। কিন্তু সেটা করা হয়নি। এবার সেটাই করবো। আগামী ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় আসছি।’

এর আগে ১৪ সেপ্টেম্বর প্রকাশিত নিজের ইউটিউবের ভিডিওতে শাবনূর বলেন, ‘বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।’

সেই সঙ্গে ভক্তদের কাছে তার ছোট্ট টিমেরও পরিচয় করিয়ে দেন। সেই টিমে আছে তিনজন সদস্য। তাদের একজন শাবনূরের ছেলে আইজান। বাকি দুজনের নাম ইহান ও ইনাইয়া।

এই বিভাগের আরও খবর