মোটরসাইকেল চোর চক্রের এক সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: নগরে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে দুইটি মোটর সাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় মোটরসাইকেলের একটি তেলের ট্যাংকি জব্দ করা হয়।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) কর্ণফুলির সিইউফেল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাবেদ মোটর সাইকেল চুরির চক্রের অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জা্নায়, গত ২৭ আগস্ট নগরের চরপাড়া মোড় বায়তুল মামুর মসজিদের পেছনে জসিমের বিল্ডিং এর গেইট ভেঙ্গে অজ্ঞাত ব্যক্তিরা একটি মোটর সাইকেল চুরি করে। মামলাটি তদন্তের পর চক্রের সদস্য জাবেদকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের পর কর্ণফুলি সিইউফেল এলাকা থেকে আরও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, জাবেদ মোটর সাইকেল চুরির পর প্রকৃত নম্বর পরিবর্তন করে গ্রাহকদের কাছে বিক্রি করতো। অনেক সময় বিভিন্ন ক্রেতার কাছে কৌশলে একই গাড়ি বিক্রি করতো। যার কারণে উদ্ধার করা মোটর সাইকেলের প্রকৃত মালিকদের পাওয়া যেতো না। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলবে বলেও জানান তিনি।
আরকে/জেএইচ/চখ