chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কুতুবদিয়ায় নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল আ’লীগ নেতার

নারীসহ আহত ২৫ জন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আবদুল হালিম (৩০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। একই সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুতুবদিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

নিহত আবদুল হালিম বড়ঘোপ ইউনিয়নের গোলদারপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে এবং ৭নং ওয়ার্ড় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। নির্বাচনে তিনি ৫নং ওয়ার্ড়ের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার এজেন্ট ছিলেন।

আওয়ামী লীগ নেতার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ওসি মো.ওমর হায়দার। তিনি বলেন, ভোটকেন্দ্রে গোলযোগ সৃষ্টির চেষ্টা নিয়ন্ত্রণের সময় আবদুল হালিম নামে একজন নিহত হয়েছেন। লাশ কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এদিকে ঘটনার পরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, পুলিশ ও বিজিবি তৎপরতা শুরু করেছে। বর্তমানে ওই কেন্দ্রে আপাতত ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। পরিস্থিতি শান্ত হলে পুনরায় ভোটগ্রহণ শুরু করার কথা জানালেন বড়ঘোপ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা জামশেদুল ইসলাম সিকদার।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর