সন্দ্বীপে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে রহমতপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নে ইউপি সদস্য প্রার্থীদের সমর্থকদের মধ্যেও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে রহমতপুর ইউনিয়নে নৌকার প্রার্থী ফরিদুর রহমান কিশোর এবং স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান বেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সারিকাইত ইউনিয়নে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে এবং গাছুয়া ইউনিয়নের ১ ও ৯ নম্বর ওয়ার্ডের সংক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়।
সন্দ্বীপ থানার ওসি বশির আহমদ জানিয়েছেন, সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে। বিশেষ করে রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নে সদস্যপদের প্রার্থীদের সমর্থকদের মধ্যেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এখন পর্যন্ত সবগুলো কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এসএএস/নচ