chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কলেজিয়েট স্কুলের উচ্চমান সহকারীর বিরুদ্ধে জাল সনদে চাকরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জাল সনদের মাধ্যমে সরকারি চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের উচ্চমান সহকারী মো. হাবিবুরের বিরুদ্ধে।

আজ রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম অভিযানে গিয়ে এ অভিযোগের সত্যতা পায়।

সজেকা, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক ফকরুল ইসলামের নেতৃত্বাধীন একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।

অভিযানে প্রাথমিকভাবে দুদক টিম জানতে পারে ২০০৪ সালের ২৮ অক্টোবর অষ্টম শ্রেণি পাশের সনদ দিয়ে এমএলএসএস পদে চাকরি নেন মো. হাবিবুর।

তার ৮ম শ্রেণির সনদে জন্ম তারিখ উল্লেখ করেন ২২ নভেম্বর ১৯৮৫। তবে এসএসসি সনদ অনুযায়ী প্রকৃত জন্ম তারিখ ২২ নভেম্বর ১৯৮৬। সে হিসেবে এসএসসির সনদ অনুযায়ী ১৭ বছর ১১ মাস ৬ দিন বয়সে হাবিবুর চাকরিতে যোগদান করেছেন।

দুদক সূত্র জানায়, সরকারি চাকরিতে প্রবেশের ন্যুনতম বয়স ১৮ বছর না হওয়া সত্ত্বেও প্রতারণার মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় প্রকৃত সত্য উদঘাটনের জন্য এ সংক্রান্ত আরও তথ্য-প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর