chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওসি পরিচয়ে চাঁদা দাবি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: ওসি পরিচয়ে ব্যবসায়ীকে মৃত্যুর হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৯ সেপ্টেম্বর) নগরের আকবরশাহ থানার মীরপুর আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আজিজ হোসেন প্রকাশ ইমন (২৭), মো. আরিফ হোসেন (৩০) ও মো. তারেক (২২)।

পুলিশ জানায়, নগরের আছাদগঞ্জের ব্যবসায়ী মো. লুৎফর রহমানকে (৪২) কোতোয়ালী থানার ওসি পরিচয় দিয়ে কারখানার আয়কর প্রদান করছে না বলে শাসায় গ্রেফতারকৃতরা।

আয়কর ছাড়াও কোতোয়ালী থানা এলাকায় ব্যবসা করার জন্য ২ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা না দিলে গালিগালাজ করে হত্যার হুমকিও দেয়া হয়। ওই সময় লুৎফরের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেয় তারা।

পরে আবারও শাসিয়ে টাকা আদায়ের চেষ্টা করলে লুৎফর বিষয়টি টহল পুলিশকে জানায়। পুলিশ ঘটনা তদন্তে অভিযান চালায়। অভিযানে আসামিদের বাকলিয়া ও আকবরশাহ থানা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিরা চাঁদা দাবির বিষয়টি স্বীকার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিরা রিকশা চালক ও কখনো দিনমজুর সেজে পুলিশ কর্মকর্তাদের নম্বর সংগ্রহ করতো। তারপর বিভিন্ন ঘটনার খোঁজ নিয়ে বাদি ও বিবাদীদের কাছ থেকে চাঁদা দাবি করতো।

যোগসাজেশে এসব কাজ করার পর আসামিরা নিজেদের মধ্যে টাকা ভাগ করে নিতো। ব্যবসায়ী লুৎফুর রহমানের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি নেজাম উদ্দীন।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর