মেট্রোরেলের ৪ বগি ও ২ ইঞ্জিন ঢাকায় আসছে অক্টোবরে
ডেস্ক নিউজ: চলতি বছরের ১২ সেপ্টেম্বর পানামা পতাকাবাহী “এমভি প্রিসিয়ার্স কোরাল” নামে একটি জাহাজে করে মেট্রোরেলের একটি চালান মোংলা বন্দরে আসে।
বন্দরে পৌঁছানো মেট্রোরেলের চারটি বগি ও দুটি ইঞ্জিন বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী (অক্টোবর) মাসে এগুলো ঢাকায় পৌঁছাবে।
মোংলা সমুদ্র বন্দরের শুল্ক ও ভ্যাট সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়া শেষে নদীপথে মেট্রোরেলের ৫ম সেটটি ঢাকার উত্তরায় ডিএমটিসিএল ডিপোতে এসে পৌঁছানোর জন্য অক্টোবরে সময় নির্ধারিত আছে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে।
আগামী বছর ডিসেম্বরে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালু করা যেতে পারে বলে প্রকল্প কর্মকর্তারা আশা প্রকাশ করছেন।
গত ২৯ আগস্ট উত্তরা থেকে মিরপুরের পল্লবী স্টেশন রুটের রেলপথে পরীক্ষামূলক মেট্রোরেল পরিচালনা করা হয়। এর আগে পূর্ব প্রস্তুতি হিসেবে ২৭ আগস্ট দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত।
আরএস/এমআই