chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে নিখোঁজ সেই শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ হওয়া স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার রাত ৯ টার দিকে কর্ণফুলীর ৭ থেকে ১০ নং জেটি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় কর্ণফুলী নদীর আনুমাঝির ঘাট এলাকায় রাহাতসহ (১৩) কয়েকজন বন্ধু বস্তার ভেতর ককসিট ঢুকিয়ে ভেলা বানিয়ে নদীতে ভাসার সময় ডুবে যায়। অন্যদের জীবিত উদ্ধার করা হলেও রাহাতকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার রাত ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয় কলে জানিয়েছেন পশ্চিম মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির এএসআই মঞ্জুরুল হাসান।

মৃত রাহাত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। তার বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার দলিখার হাট এলাকায়। তার বাবার নাম মো. কামাল।

এএসআই মঞ্জুরুল হাসান বলেন, তারা প্রায় সময় নদীতে এসে ভেলা বানিয়ে নদীতে খেলা করে। অসাধনাবসত পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর