chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জলমগ্ন চট্টগ্রামের নিম্নাঞ্চল, ভোগান্তি-আতঙ্ক নগরবাসীর মনে

১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : শনিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে আছে চট্টগ্রামের নিম্নাঞ্চল। এতে একদিকে যেমন বেড়েছে দুর্ভোগ অন্যদিকে আতঙ্ক বিরাজ করছে  নগরবাসীর মনে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামে রবিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকাতে এই বৃষ্টিপাত হচ্ছে।

আজ সারাদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পাহাড় ধসের সম্ভবনা রয়েছে। তবে কোন সতর্ক সংকেত দেখানো হয়নি।

আজ রবিবার সকালে নগরীর চকবাজার, প্রবর্তক মোড়, দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, কাপাসগোলা, আগ্রাবাদ সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরের নিচু এলাকায় কোথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানি জমে গেছে।

জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া নগরবাসীর চলাচল বিঘ্নিত হচ্ছে। কেউ কেউ আতঙ্ক নিয়ে সাবধানে পা চালিয়ে হাঁটছেন যাতে নিখোঁজ সালেহ আহমেদের মতো ভাগ্য বরণ করতে না হয়।

পানি ঢুকে সিএনজি অটোরিক্সা নষ্ট হয়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। অফিসমুখী মানুষকে হাঁটু পানি দিয়ে হেটে বা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছেছে। এছাড়া জলাবদ্ধতার কারণে দুই নম্বর গেইট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চঙ্গ্যা জানান, আজ দুপুর ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আজ সারাদিন হালকা থেকে মাঝারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কাও করছেন তিনি।

এসএএস/জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর