পটিয়ায় আগুনে পুড়ল তিন বাড়ি
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের মুজাফরাবাদ গ্রামে আগুন লেগে পুড়ে গেছে তিনটি বাড়ি। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
আগুন লাগার খবর পেয়ে পটিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিটের দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন পটিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম। তিনি বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুজাফরাবাদ গ্রামের একটি বাড়িতে আগুন লাগার খবর পাই।
পটিয়া ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় দেড় ঘন্টা চেষ্টার পর রাত প্রায় ৯টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত।
এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে তিনটি টিনশেট বাগি পুড়ে গিয়ে প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, পরিমল সূত্রধর (৪৬), রায়মন সূত্রধর (৪৩) ও নিতাই সূত্রধরের (৩৮)।
আরএস/এমআই