শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় পা পিছলে পড়ে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার এস এম করপোরেশন নামক একটি শিপইয়ার্ডে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার সময় ওই শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় পা পিছলে নিচে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিকের নাম লিটন পাল (২৮)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার নিপেন্দ পালের ছেলে বলে জানা গেছে।
শ্রমিকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।
তিনি বলেন, আজ রাত সাড়ে ৮টার সময় সীতাকুণ্ড উপজেলার একটি শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় গুরুতর আহত এক শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসে সহকর্মীরা।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরএস/এমআই