নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
ডেস্ক নিউজ: সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সার্বিকভাবে চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে শীতের নতুন শাকসবজির বাজার দর এখন কিছুটা চড়া মন্তব্য করে দু-চারদিনের মধ্যে তাও নিয়ন্ত্রণে আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে সাংবাদিকদের সামনে এমন আশার বাণী শোনান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, এবার কিন্তু আলুর দাম কমে গেছে। এমনকি কৃষকরাও তেমন দাম পাবে না। সবখানে আলুর দাম কম। তবে আমরা ন্যায্য দাম নিশ্চিত করতে চেষ্টা করছি।
তিনি বলেন, আমাদের পরিস্থিতি বুঝতে হবে। ভোক্তা অধিকারসহ ব্যবসায়ী সংগঠন সবাইকে বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
আরএস/এমআই