আনোয়ারায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারায় ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ শনিবার(১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনা জেলার খানজাহান আলী থানার আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে মো. মাসুদ রানা (২৮), তার ভাই মো. রিয়াজ হাওলাদার (২৩), একই জেলার মৃত বাবুল মোল্লার ছেলে সাজু মোল্লা (২৪) ও মো. বাবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (২৩)।
তথ্যটি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার।
তিনি জানান, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দ্যেশে ওই এলাকায় অবস্থান করছে এমন গোপন তথ্য পায় পুলিশ। অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে প্রেরণ হয় বলে জানান ওসি।
আরএস/এমআই