আখতারুজ্জামান ফ্লাইওভারে বাইক আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক : নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে দুর্ঘটনায় এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন।
শনিবার ( ১৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের উপরে জিইসি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি মো. ফেরদৌস জাহান।
নিহত জনি আক্তার (৩৭) ঝিনাইদহ জেলার দুর্গাপুর এলাকার মৃত হোসেন বিশ্বাসের ছেলে। তিনি চট্টগ্রামে ‘ইএসএস’ নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন।
ঘটনাস্থলে যাওয়া চকবাজার থানার এসআই মারুফ বিন আব্দুল্লাহ বলেন, জিইসি মোড় এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের উপরে একটি দ্রুতগতির ট্রাক মোটরবাইকটিকে ধাক্কা দেয়। এরপর বাইক আরোহী জনি আক্তার বাইক থেকে পড়ে গিয়ে আরেকটা ট্রাকের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমরা খবর পেয়ে ফ্লাইওভার থেকে লাশটি উদ্ধার করি। ট্রাক চলে যাওয়াতে কাউকে আটক করা যায়নি। তবে আমরা ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা করছি।
এসএএস/চখ