ফুটবলের নতুন কোচ অস্কার ব্রুজন
ডেস্ক নিউজ: বাংলাদেশে জাতীয় ফুটবল দলের কোচ পরিবর্তনের ঘটনা নতুন কিছু নয়। যেমনটা এবার ঘটলো জেমি ডে’র ক্ষেত্রে। এই ইংলিশ কোচকে দুই মাসের জন্য অব্যাহতি দিয়ে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজনকেই অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এমনই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন এই কমিটিরই চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন দুই মাসের জন্য দায়িত্ব পালন করবেন। ১-১৬ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপ, ২৫-৩০ অক্টোবর কুয়েতে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাইয়ের খেলা। আর ৭-১৭ নভেম্বর শ্রীলঙ্কায় চার জাতির টুর্নামেন্ট। সেখানে বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিশেলস খেলবে টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্য জেমি ডেকে বাদ দিয়ে অস্কার ব্রুজনকে নেওয়া হয়েছে।