chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অন্তঃসত্ত্বা নেহা পুল পার্টিতে ব্যস্ত

বিনোদন ডেস্ক: গত জুলাই মাসে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। শিগগিরই দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন তিনি।

নতুন অতিথির অপেক্ষাতেই এখন দিন কাটছে বলিউডের এই  অভিনেত্রীর। এদিকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের নিজের শারীরিক অবস্থার আপডেট জানান এই অভিনেত্রী। সেই সঙ্গে শেয়ার করেন ছবিও।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেছেন নেহা ধুপিয়া। যেখানে পুল পার্টিতে মজে থাকতে দেখা গেছে তাকে। এসময় তার পরনে ছিলো কালো মনোকিনি।

এদিকে, কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে নেহা ধুপিয়ার বেবি শাওয়ার। যার ছবিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন এই তারকা।

২০১৮ সালের মে মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন নেহা ধুপিয়া ও আঙ্গাদ বেদী। বিয়ের সময়ে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নেহা। পরে একই বছরের নভেম্বরে তাদের ঘর আলোকিত করে আসে প্রথম সন্তার মেহের।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর