chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে ছাত্রীকে হেনস্তা: প্রক্টরের গাড়ি দেখে পালালো বখাটে ছাত্ররা

নিজস্ব প্রতিবেদক: নিজেদের কাজ সেরে বাসায় ফিরছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষের দু’জন মেয়ে শিক্ষার্থী। তাদের পথ আগলে ধরে সদ্য ভর্তি হওয়া প্রথমবর্ষের ৪ জন ছেলে। হেনস্থার একপর্যায়ে প্রক্টরের গাড়ি দেখে ছাত্রীদের ছেড়ে দিয়ে ৩ জন পালিয়ে গেলেও ধরা পড়ে ১ জন।

গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে৷

ধরা পড়া শিক্ষার্থীর নাম জুনায়েদ। তিনি আরবি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার দেওয়া তথ্য মতে অন্য তিনজন হলেন- দর্শন বিভাগের ১৯-২০ সেশনের রাজু ও ইমন, এবং একই সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রুবেল।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার রাতে ক্যাম্পাস পর্যবেক্ষণে আমাদের গাড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে গেলে দুইজন ছাত্রী আমাদের গাড়ি থামিয়ে তাদের হেনস্তার কথা বলেন।

আমরা গাড়ি থামালে হেনস্তাকারীরা পালিয়ে যায়। তবে এরমধ্যে একজন ধরা পড়ে। তার মুঠোফোন জব্দ করা হয়েছে। আগামী রোববার তার সঙ্গে কথা বলে অন্য অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হয়ে ব্যবস্থা নেব।

এনএনআর/এমআই

এই বিভাগের আরও খবর