কক্সবাজার সৈকত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা। আজ শুক্রবার দুপুর ১টা ও বিকেল ৩টার দিকে সি-গাল পয়েন্ট থেকে অজ্ঞাতনামা ওই দুজনের লাশ উদ্ধার করা হয়।
পর্যটক সেবায় নিয়োজিত বিচকর্মী মাহবুব আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বিকেলে সৈকতের সি-গাল পয়েন্ট থেকে এক যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের সময় ওই যুবকের নাক ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিলো। পরে বিচকর্মী ও লাইফগার্ড কর্মীদের সহযোগিতায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এর আগে দুপুর ১টার দিকে সি-গাল পয়েন্টের সমুদ্রের পানিতে লাশের মতো কিছু একটু ভাসতে দেখে বিচে কমর্রত লাইফগার্ড সদস্যরা সাঁতার কেটে গিয়ে এক যুবকের লাশ দেখতে পান। পরে লাশটি উদ্ধার করেন তারা।
তবে তাৎক্ষণিক উদ্ধারকৃতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান মাহবুব আলম।
এমআই/চখ