chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আরও সোয়া ৩ লাখ ডোজ টিকা এলো চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আরও তিন লাখ ২৫ হাজার ১২০ ডোজ টিকা এসেছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এসব টিকা চট্টগ্রামে এসে পৌঁছায়।

জানা গেছে, ঢাকার গাজীপুরের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সেন্ট্রাল ওয়ার হাউজ থেকে প্রতিষ্ঠানটির নিজস্ব পরিবহনযোগে এসব টিকা চট্টগ্রামে আসে।

তথ্যটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ও চট্টগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, নতুন করে আসা সোয়া তিন লাখ ডোজ টিকার মধ্যে সিনোফার্ম এর ৩ লাখ ১০ হাজার ডোজ ও মডার্নার ১৫ হাজার ১২০ ডোজ টিকা রয়েছে।

তিনি আরো বলেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সেন্ট্রাল ইপিআই কেন্দ্রে এসব টিকা সংরক্ষণ করা হয়েছে। শীঘ্রই আমরা এসব টিকা চাহিদা অনুযায়ী বিভিন্ন কেন্দ্রে যথাযথ নিয়ম অনুযায়ী সরবরাহ করবো।

এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে ৩ লাখ ১৩ হাজার ৮০০ ডোজ টিকা আসে। এর মধ্যে ২ লাখ ৫৫ হাজার সিনোফার্মার প্রথম ডোজ ও মর্ডানার ৫৮ হাজার ৮০০ দ্বিতীয় ডোজ টিকা।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর