নগরীতে কাভার্ডভ্যানের চাকায় প্রাণ গেল দুইজনের
পলাতক চালক ও হেলপার
নিজস্ব প্রতিবেদক: নগরীতে কাভার্ডভ্যান চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন রিকশাচালক ও অন্যজন পথচারী বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯ টার দিকে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত রিকশাচালকের নাম আনোয়ার হোসেন। তিনি জয়পুরহাট জেলার বাসিন্দা। তবে পথচারীর নাম-পরিচয় জানা যায়নি।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালক ও একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি জানিয়েছেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ফেলে চালক ও সহকারী পালিয়ে গেছেন। গাড়িটি আটক করা হয়েছে ।
জেএইচ/চখ