chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাতিয়ায় পালাতে গিয়ে আটক ১৮ রোহিঙ্গা

চট্টলা ডেস্ক: হাতিয়ায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালাতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছে ১৮ জন রোহিঙ্গা নাগরিক।

আটক হওয়া ১৮ জনের মধ্যে ১০ জন শিশু ও ৮ জন প্রাপ্তবয়স্ক।

আটককৃতরা হল – ইদ্রিস (৩৮), শুকতারা (২৮), নুরুল আমিন (৩৫), রাশিদা বেগম (৩০), সৈয়দ আহম্মদ (৩৫), খতিজা (২৫), ইয়াছিন (২৫), নূর হাসান (১৭), মিজানুর রহমান (১২), তাসলিমা (৯), রোজিনা আক্তার (১২), মুনতাহা (৭), শাখায়েত (৫), শাহীন ফাতেমা (৪), ফাহাদ (৩),মিনারা (৬), নূর আংকিছ (৫) ও মো হুমায়ের (৩)।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। পরে রাত আড়াইটার দিকে তাদের চেয়ারম্যানঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে আসে।

নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল জানান, ভাসানচর আশ্রয়ন কেন্দ্র থেকে নৌকা যোগে পালানোর সময় চেয়ারম্যান ঘাট এলাকায় স্থানীয় এলাকাবাসী ১৮ জন রোহিঙ্গাকে আটক করে। আটককৃত রোহিঙ্গাদের চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়েছে। পরববর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর